চট্টগ্রামে আ. লীগের শোকসভায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের শোকসভায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ব্যারিকেড সৃষ্টি করলে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যারিকেড তুলে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার বিকেলে উপজেলার হাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় বধুরপাড়া একটি কমিউনিটি সেন্টারে এ শোকসভাটি আয়োজন করে আওয়ামী লীগ।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সন্ধ্যায় বক্তব্য দিয়ে চলে আসার পর সমাবেশে বিবাদমান ছাত্রলীগের একটি অংশ এ হামলা চালায়। এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় কমিউনিটি সেন্টারের বিভিন্ন সরঞ্জাম। এ সময় গুরুতর আহত হয় ছয়জন নেতাকর্মী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে গতিরোধ সৃষ্টি করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার জানান, ছাত্রলীগের পদবঞ্চিতদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শোকসভা ভণ্ডুল হয়ে যায়।