‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব’

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’
ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন জানিয়ে স্ত্রী তামান্না শারমিন বলেন, ‘আমার জামাই গতকাল (শনিবার) রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যাঁরা ভাবতেছেন, আর কোনো দিন বের হবে না, তাঁদের জন্য এক বালতি সমবেদনা।’ প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’
চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া, প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকিসহ ট্রিপল মার্ডারের মতো ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে আজ রোববার (১৬ মার্চ) ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার (১৫ মার্চ) স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন-ওরফে ছোট সাজ্জাদ। সেখানে চট্টগ্রামের কিছু ব্যক্তি তাকে চিনতে পেরে পুলিশকে জানালে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে তেজগাঁও থানার সহযোগিতায় সাজ্জাদকে ধরতে ঢাকায় আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় তাকে। পরে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় ১৪ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
২০২৪ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের ওপর গুলি চালায় আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। আর চলতি বছরের ১৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। এরপরই আলোচনায় আসেন এই সাজ্জাদ।