চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, আওয়ামী লীগনেতা নিহত
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আবছার নামের আরও একজন গুরুতর আহত হন। উপজেলার সাধনপুর এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিছিন্ন্যাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। অন্যদিকে, আহত আবছার একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও জাহাঙ্গীরের চাচাতো ভাই মো. এজাজ বলেন, ‘গতকাল শুক্রবার রাতে জাহাঙ্গীর ও আবছার মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে গুনাগরী এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বদর দরগাহ পার হয়ে দক্ষিণ পাশে মহারাজের দোকানের সামনের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম শহরগামী একটি মিনিট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন মো. জাহাঙ্গীর। এ ছাড়া আহত হন আবছার। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া লাশটি আইনানুগভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’