গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ নারী নিহত

গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় মরিয়ম আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে আসা দ্রুতগামী শঠিবাড়ী এক্সপ্রেসের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মরিয়ম আক্তারের মৃত্যু হয়। তিনি উপজেলার পান্তাপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর পরই ফুটওভার ব্রিজের দাবিতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনগণ ও ছাত্ররা। পরে উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
দুর্ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে শঠিবাড়ী এক্সপ্রেসের গাড়িটি আটক করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।