চট্টগ্রামে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন নারী
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মিনিট্রাকের ধাক্কায় আয়েশা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। উপজেলার ছদাহা ইউনিয়নের চারা বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আয়েশা বেগম হাজারিখিল ২ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেনের স্ত্রী।
জানা গেছে, গতকাল দুপুরে চারা বটতল এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মিনিট্রাকের ধাক্কায় আয়েশা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ওই সময় মিনিট্রাকটি উল্টে যায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।