চলনবিলের কচুরিপানার মধ্যে ভাসছিল মাঝির লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলনবিলের কচুরিপানার মধ্য থেকে শনিবার দুপুরে মাঝি আরজুর লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
নৌকায় যাত্রী নিয়ে নাটোরের চলনবিলে নৌ-বিহারে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর আরজু নামের এক মাঝির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় চলনবিলের কচুরিপানার মধ্য থেকে আজ শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মাঝি আরজু মিয়া সিংড়া উপজেলার বিলদহর এলাকা থেকে নৌকায় যাত্রী নিয়ে চলনবিলে নৌ-বিহারে গিয়ে নিখোঁজ হন। এর মধ্যে গতকাল শুক্রবার তাঁর রক্তমাখা নৌকাটি পুলিশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন আরজু। পরে আজ শনিবার দুপুরে আরজুর লাশ গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় চলনবিলের কচুরিপানার মধ্যে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। এরপর পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আরজুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।