চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে যুবকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, সদর উপজেলার হরিণা এলাকার এক যুবক গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সরকারি জেনারেল হাসপাতালে এলে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি মারা যান। মৃত যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।
এদিকে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হয়েছে।