চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে এক যুবক নিহত

চাঁদপুর পৌর নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইয়াসিন (১৮)। তিনি শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর শহরের গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এ সময় কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এক পক্ষ ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত রক্তক্ষরণে আহত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহত ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।