চাঁদপুরে মাটিতে পুঁতে ফেলা হলো এক মেট্রিক টন চিংড়ি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/03/chandpur-chingri-news-pic.jpg)
চাঁদপুরের মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে জব্দ করা জেলি পুশ করা চিংড়ি। ছবি : এনটিভি
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে এক হাজার ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) সকালে আলুবাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চিংড়িগুলো জব্দ করা হয়। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়।
বিষয়টি আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে নিশ্চিত করে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে জেলি পুশ করা এক হাজার ২০ কেজি চিংড়ি জব্দ করে। পরবর্তী সময়ে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশ করা সেসব চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।’
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনসহ কোস্ট গার্ড সদস্যরা।