‘জেলি পুশ’ করা বাগদা চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রোববার সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলি পুশ করা বাগদা চিংড়ি ধ্বংস করা হয়। ছবি : এনটিভি অনলাইন
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলি পুশ করা ৪৫ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৫ মে) সকালে কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার তারালি ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামে চিংড়ি ব্যবসায়ী মো. আব্দুল মান্নান সরদার ও মো. আবদুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে জেলি পুশ করা ৪৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় টেকনিক্যাল অফিসার নিশান মিত্র, মৎস্য অফিসের মনিরুজ্জামান, সুমন কুমার ঢালীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও নিরাপদ চিংড়ি বাজারজাত নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।