চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় একক প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করেন।
আক্তার হোসেন মাঝি বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চাঁদপুর শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
প্রার্থী ঘোষণা করার সময় মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অপর তিন প্রার্থী শাহজালাল মিশন, হাজি মোশারফ হোসেন ও কাজী মো. ইব্রাহিম জুয়েল উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুস সালাম খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।