চাঁপাইনবাবগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুজনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আক্রান্ত ওই ব্যক্তি নির্মাণ শ্রমিকের কাজ করেন। তিনি ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। এর পর থেকে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। ১৭ এপ্রিল নমুনা সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাব পাঠানো হয়। আজ মঙ্গলবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক যুবকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।’
সিভিল সার্জন বলেন, ‘মৃত ব্যক্তির দেহে করোনার কোনো উপর্সগ ছিল না। গত রোববার থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।’
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, ‘ওই নির্মাণ শ্রমিকের রিপোর্ট পজেটিভ আসার পর ওই এলাকার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকায় জনসাধারণের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।’