চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, এলাকা লকডাউন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোজাম্মেল (৪৫) নামের ওই ব্যক্তি মারা যাওয়ার পর পূর্ব-সাহেব গ্রামটিকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোজাম্মেল গতকাল সোমবার মানিকগঞ্জ জেলার সিংগাইর থেকে সকাল ১১টার দিকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। সেখানে তিনি ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি ফেরার পর তিনি আলাদা একটি ঘরে কোয়ারেন্টিনে ছিলেন। মোজাম্মেলের শরীরে করোনাভাইরাসের উপসর্গ যেমন, তীব্র জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট ছিল। করোনার উপসর্গ নিয়ে মোজাম্মেলের মারা যাওয়ার খবরে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, মোজাম্মেলের মৃত্যুর পর চৌডালা ইউনিয়ন লকডাউন করা হয়েছে। চৌডালা ইউনিয়নের সঙ্গে গোমস্তাপুর উপজেলার অন্যান্য ইউনিয়নের সড়ক যোগাযোগও সীমিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, সকালে মোজাম্মেলের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় পূর্বসাহেব গ্রাম লকডাউন করা হয়েছে। তিনি আরো জানান, মোজাম্মেলের সঙ্গে আসা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।