চাঁপাইনবাবগঞ্জে করোনায় নারীসহ দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী ও একজন সহকারী হিসাবরক্ষক মারা গেছেন। করোনা দেখা দেওয়ার পর চাঁপাইনবাবগঞ্জে এটিই প্রথম মৃত্যু।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৯ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হয় ওই হিসাবরক্ষকের। এরপর ১৪ জুলাই শ্বাসকষ্ট দেখা দিলে জেলার সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সদর হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে ১৭ জুলাই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। আজ স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলার তিতালপুর গ্রামে দাফন করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক গৃহবধূ (৬৫) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ থাকায় গত ১২ জুলাই হিসাবরক্ষকের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ জুলাই তিনি মারা যান। ১৬ জুলাই ওই গৃহবধূর করোনা পজিটিভ রিপোর্ট আসে। আরো নিশ্চিত হতে আবারও নমুনা ঢাকায় পাঠানো হয়। শনিবার রাতে সেখান থেকেও করোনা পজিটিভ রিপোর্ট আসে।