চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁপইনবাবগঞ্জে মোট ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনা পরীক্ষার জন্যে পাঠানো নমুনার মধ্যে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। করোনা শনাক্ত ৯ জনের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনজন, নাচোলে তিনজন, ভোলাহাটে দুইজন ও শিবগঞ্জে একজন।
উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদরে দুইজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে।