চাঁপাইনবাবগঞ্জে বোমাবাজিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে বোমাবাজির ঘটনায় সাইফুদ্দীন ওরফে সাফু নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার মরদানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুদ্দীন শিবগঞ্জের মরদানা আইয়ুব বাজার এলাকার ফজলু মণ্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলে আসা একটি সন্ত্রাসী গ্রুপ মরদানা আইয়ুব বাজার এলাকায় পাঁচ থেকে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর ওই গ্রুপটি আইয়ুব বাজার এলাকার সাইফুদ্দীনকে বোমার আঘাতে মারাত্মকভাবে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা আহত সাইফুদ্দীনকে উদ্ধার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মরদানা এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের জেম ও সালাম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ঘিরে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এরই মধ্যে শিবগঞ্জ থানায় সাইফুদ্দীনের ভাই মুকুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জনান ওসি শামসুল আলম শাহ।