চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালকের মৃত্যুর পর করোনা আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। ওই রিকশাচালক করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বরোড এলাকায় হঠাৎ করেই ওই রিকশাচালক মারা যান। প্রায় ৫০ বছর বয়সী ওই চালকের বাড়ি সদর উপজেলার বারঘড়িয়া এলাকায়। এর পরই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক থেকে প্রায় তিন ঘণ্টা কেউ যায়নি ওই রিকশাচালকের কাছে। পরে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে যায় এবং করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে।
সিভিল সার্জন বলেন, যেহেতু এখন করোনা মহামারি চলছে, সেহেতু তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।