চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ৯ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে তাদের আটক করে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রবিউল ইসলাম (২৯), ইসমাইল হোসেন (৩০), সাহাবুর (২৫), চর আলাতুলি গ্রামের হায়াতুল (৩০), মাটিকাটা গ্রামের মিজানুর রহমান (২৪), মানিকচরের রবিউল ইসলাম (২৫), মহারাপুরের এলিম (২০), আশেরদহ গুচ্ছগ্রামের কামাল শেখ (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলির উকিল হোসেন (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্ত ঘাট দিয়ে ভারত থেকে কয়েকজন অবৈধভাবে অনুপ্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় টহল শুরু করে বিজিবি। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ২৩/৪ এস—এর কাছ দিয়ে নয়জন প্রবেশ করলে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশ অংশে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল এবং পরে আবার দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের সোপর্দ করা হয়েছে এবং অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান সরুজ মিয়া।