চিরনিদ্রায় অধ্যাপক আবদুল মান্নান

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল মান্নানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুই দফা জানাজা শেষে শহরের চান্দপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বার্ধক্যজনিত ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল মান্নান মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর তৃতীয় ছেলে মো. জালাল উদ্দিন এনটিভির কুমিল্লার স্টাফ করেসপন্ডেন্ট।
আজ সকাল ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমীন ভূঁইয়াসহ মরহুমের সহকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তাঁরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন সফলতার ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন। বেলা ১১টায় শহরের চান্দপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়। এরপর বিদ্যালয়সংলগ্ন কবরস্থানে প্রবীণ এই শিক্ষককে দাফন করা হয়।
অধ্যাপক আবদুল মান্নান ১৯৪২ সালের ৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাক হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে কসবা উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৫৯ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কবি নজরুল কলেজ থেকে সম্মিলিত মেধায় আবারও প্রথম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আবদুল মান্নান জীবনের শুরুতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ১৯৭৪ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং একই কলেজ থেকে ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর নেন।