চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্বামী ও স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী (৫৮) ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।
গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ইয়ার আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন গতকাল সন্ধ্যায় খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ রোববার সকাল থেকে ওই বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে এবং তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। আজ সন্ধ্যায় জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি মেরে প্রতিবেশীরা দেখতে পায় স্বামী-স্ত্রীর লাশ ঘরের ভেতরে পড়ে রয়েছে। এরপর তারা খবর দিলে পুলিশ আজ সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গতকাল শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করে। এরপর বাইর থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য তাদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাদের হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।’