জাতীয় পার্টির চেয়ারম্যানের মুঠোফোন চার হাত বদল, গ্রেপ্তার ৫
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের মুঠোফোন চুরি হয় গত ৩১ আগস্ট রাতে। রাজধানীর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে থেকে মুঠোফোনটি চুরি হয়।
এরপর মুঠোফোনটি চার হাত বদল হয়। অর্থাৎ চুরির পর ফোনটি তিনবার বিক্রি হয়। ওই মুঠোফোনটি গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে উদ্ধার করা হয়।
একইসঙ্গে এ চুরি হয়ে যাওয়া মুঠোফোন সংক্রান্তে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আজিজুল, আজিজ, ইসমাইল, সানাউল্লাহ ও সুবল চন্দ্র ঘোষ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে বিমানবন্দর থানার থার্ড টার্মিনালের সামনে থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থানার থার্ড টার্মিনালের সামনে থেকে চোর চক্রের দুই সক্রিয় সদস্য আজিজুল ও আজিজকে গ্রেপ্তার করা হয়। আজিজুল জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে এবং ওই মোবাইল ফোনটি ১৮ হাজার টাকায় ইসমাইলের কাছে বিক্রি করে। আজিজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসমাইল মুঠোফোনটি ফোনটি ২০ হাজার টাকায় গ্রেপ্তার হওয়া সানাউল্লাহর কাছে বিক্রি করে। পরে বসুন্ধরা সিটি থেকে সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। সানাউল্লাহ মুঠোফোনটি ২২ হাজার টাকায় গ্রেপ্তার হওয়া সুবলের কাছে বিক্রি করে। পরে বসুন্ধরা সিটি থেকে সুবলকেও গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।