জামালপুরে আরো ২৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৭৫
জামালপুরে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এক বাবুর্চি, শিশু এবং ঢাকাফেরত পোশাককর্মীসহ ২৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।
গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ শনাক্ত হয় বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, 'গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ২৯২টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের এক বাবুর্চি, এক শিশু এবং ঢাকাফেরত একজন পোশাককর্মী রয়েছে। আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ২১ জন, ইসলামপুরে একজন, মাদারগঞ্জে দুজন।
ওই ব্যক্তিরা ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালসহ নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জন। জেলায় ২৭ জন চিকিৎসক, ৭২ জন সরকারি এবং ১১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৪৭৫ জনের মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।
হোম আইসোলেশনে থাকা দুজন চিকিৎসকসহ অন্য আরেকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় এবং তিনজনকে ময়মনসিংহে মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০১ জন।