জামালপুরে করোনা উপসর্গে পোশাক শ্রমিকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক পোশাক শ্রমিকের (১৮) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে বকশীগঞ্জ পৌর এলাকার নিজ বাড়িতে ওই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী বলেন, ‘গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয় এবং তাঁকে জামালপুরে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি জামালপুরে না গিয়ে তাঁর নিজ বাড়িতেই অবস্থান করেন। পরে আজ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনেই তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুর পর ওই পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘জামালপুরে এখন পর্যন্ত ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে চারজন। সুস্থ হয়েছে ১০৯ জন।