জামালপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছয়জন আহত
জামালপুরে ছিনতাইকারীদের ছুরির আঘাতে ছয়জন আহত হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের এসব ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের নামে মামলার পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের শেখের ভিটা এলাকার নুরে আলম সিদ্দিকী (১৯), পাথালিয়া এলাকার মোহাইমিনুল ইসলাম সজিব (২০), পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার আরিফিন ইসলাম (১৮) ও বগাবাইদ এলাকার খন্দকার ফাহিম (১৮)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, গতকাল রাতে শহরের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তরকারি ব্যবসায়ী আনিসকে শহরের ফায়ার সার্ভিসের সামনে, অটোচালক আব্দুল মজিদকে আইন কলেজের সামনে এবং রিকশাচালক রঞ্জুকে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে ছিনতাইকালে ছুরিকাঘাত করা হয়। বুকে, পিঠে ও হাতে গুরুতর জখম হওয়ায় তারা আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই তিনটি ঘটনা ছাড়াও বিভিন্ন স্থানে ছিনতাইকারীর কবলে আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে ফরহাদ আলী ও সুইটের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মো. সালেমুজ্জামান আরো জানান, ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কাছ থেকে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার পর আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।