জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাকের ধাক্কায় খোকা মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার তারাকান্দি-ভূয়াপুর সড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোকা মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
তারাকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, সকালে খোকা মিয়া উপজেলার বাসুরিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে পিংনা বাজারে তাঁর কাঠের দোকানে যাচ্ছিলেন। পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন খোকা মিয়া। স্থানীয়রা তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চালক ট্রাক রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।