জামালপুরে পিটিয়ে নারীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে রড দিয়ে পিটিয়ে ফিরোজা বেগম (৫০) নামের এক নারীর হাত-পা ও কোমর ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি বিক্রির বিষয় নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আজ সকালে শাহজালাল ও সম্ভু মণ্ডল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম ঘর তুলতে বাধা দেন। তর্কবিতর্কের এ পর্যায়ে ফিরোজার আপন ভাতিজা শাহজালাল, প্রতিবেশী সম্ভু ও তাঁর ছেলে হাবিব ফিরোজার ওপর হামলা করে। তারা রড দিয়ে পিটিয়ে হাত, পা ও কোমর ভেঙে দেয় ফিরোজার। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’