জামালপুরে বিকাশের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার ৩
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিকাশ কর্মচারীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা ছিনতাই নাটকের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বিকাশ কর্মচারী জামালপুর শহরের ছনকান্দা এলাকার রিয়াজ মুর্শেদ আলী দিপু (৩০), জসিম উদ্দিন (৩২) এবং সুমন আহমেদ (২৮)।
হাজরাবাড়ি এলাকার বিকাশ এজেন্ট শাহজাহান জানান, গতকাল রোববার দুপুরে জামালপুর থেকে হাজরাবাড়ি যাওয়ার পথে মুদিবাড়ি এলাকায় পৌঁছালে দুজন মুখোশধারী টাকা ছিনতাই করে বলে লোকমুখে শুনেছি। ঘটনাটি থানায় জানালে প্রকৃত ঘটনা প্রকাশ পায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, বিকাশ কর্মচারী দিপুর কথায় সন্দেহ হয়। রাতেই দিপুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসে। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অন্য দুজনকে নিজ বাড়ি ছনকান্দা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী টাকাও উদ্ধার করা হয়।
বিকাশের কর্মচারী দিপুসহ গ্রেপ্তারকৃতরা ছিনতাই নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানান ওসি।