জামালপুরে ব্যাংক কর্মকর্তাসহ আরো ১২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৯৮
করোনাভাইরাসে জামালপুরে ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা, এক বিদেশফেরতসহ ১২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে ওই ১২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টির সত্যতা নিশ্চিত আজ শুক্রবার সকালে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষার মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। আক্রান্তদের মধ্যে চারজন জামালপুর ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে কর্মরত। তাদের মধ্যে তিনজনই শহরে বসবাস করে। অন্যজন মাদারগঞ্জের মিলন বাজারে থাকে।
এ ছাড়া জামালপুর শহরে বিদেশফেরত ৬৬ বছর বয়সী এক ব্যক্তি, মৃধাপাড়ায় ১৮ বছর বয়সী এক কলেজছাত্রী ও বজ্রাপুরের ২৫ বছর বয়সী এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ছয়জন, বকশীগঞ্জে একজন, ইসলামপুরে তিনজন ও মাদারগঞ্জ উপজেলায় দুজন। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৯৮ জনে।
উল্লেখ্য, জেলায় ২৮ চিকিৎসক, ৭৭ জন সরকারি ও ১১ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৫৯৫ জনের মধ্যে মারা গেছে ৯ জন। তা ছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৮ জন।
জেলায় মোট আক্রান্তের মধ্যে সদর উপজেলার ২১৪ জন, মেলান্দহের ৭৯, মাদারগঞ্জের ৪২, ইসলামপুরের ১১০, সরিষাবাড়ীর ৫৯, দেওয়ানগঞ্জের ৩৬ ও বকশীগঞ্জের ৫৮ জন।