জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
জামালপুরের নান্দিনায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম ফজলুর রহমান (৬২)। এ সময় অপর চারজন যাত্রী আহত হয়।
নিহত ফজলুর রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ভাটিদাসপাড়া গ্রামের বাসিন্দা। জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, আজ দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়া এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সামনের চাকা খুলে যায় এবং অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। এতে করে অটোরিকশার সামনে বসে থাকা ফজলুর রহমান ঘটনাস্থলেই নিহত হয় ও অপর চারজন যাত্রী আহত হয়।
ওসি সালেমুজ্জামান আরো জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।