‘জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না এ বছরও’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি
গত দুই বছরের মতো এ বছরেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রোববার এ তথ্য জানিয়েছেন ।
শিক্ষামন্ত্রী আজ রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অষ্টম শ্রেণি থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৪ সালে। এ শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। তাই, ২০২৩ সালেও জেএসসি পরীক্ষা নেওয়া হবে না।
কোভিড মহামারির কারণে গত দুই বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি।