জেলি পুশ করা ১০০ মণ চিংড়ি জব্দ, সাতজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/10/khulna-fish.jpg)
খুলনায় জব্দকৃত জেলি পুশ করা ১০০ মণ রপ্তানিযোগ্য চিংড়ি ও আটককৃতরা। ছবি : এনটিভি
জেলি পুশ করা ১০০ মণ রপ্তানিযোগ্য চিংড়ি বিক্রিকালে সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার রাতে রুপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করা হয় বলে কোস্ট গার্ডের জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার হাসানুজ্জামান ই-মেইল বার্তায় জানিয়েছেন।
ই-মেইল বার্তায় জানান, গতকাল রাত সাড়ে ১০টার পর তিনটি ট্রাকে করে এই জেলি পুশ করা চিংড়ি রুপসা ঢোল প্লাজা এলাকা থেকে কোস্ট গার্ড তাদের আটক করে। উপজেলা মৎস্য কর্মকর্তা চিংড়িতে জেলি পুশের কথা নিশ্চিত করার পর কোস্ট গার্ড ট্রাকচালকসহ সাত ব্যবসায়ীকে আটক করে। পরে জব্দকৃত চিংড়ি মাছ রুপসা নদীতে ফেলে দেওয়া হয়।
কোস্ট গার্ড আরও জানায়, আটককৃত সাতজনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ছেড়ে দেওয়া হয়।