ফ্যাসিস্টবিরোধী শক্তির বিভাজনই স্বৈরাচারকে সুযোগ দিচ্ছে : মুহাম্মদ আবদুল্লাহ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিস্টবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি ও কাঁদা ছোড়াছুড়ির কারণেই স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এই আত্মঘাতী প্রবণতা থেকে বের হতে না পারলে ভবিষ্যতে এর চড়া মূল্য দিতে হবে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে খুলনা বিভাগের পাঁচ জেলার ৪৬ জন সাংবাদিককে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রওনক জাহান।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা অবারিত হয়েছে। আমরা যা ইচ্ছা লিখতে ও প্রচার করতে পারছি।’ তবে তিনি সাংবাদিকদের দায়িত্বশীলতা নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, ‘যা খুশি তাই করার নাম স্বাধীনতা নয়। সাংবাদিকতায় স্বাধীনতা যেমন থাকবে, দায়িত্বশীলতাও থাকতে হবে।’