জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-মা-ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/03/16/jyypurhaatt-yaabjjiibn.jpg)
জয়পুরহাটে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাটের সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাফ হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী এবং একই এলাকার আনোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রশিদ ২০০৭ সালের ১১ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল গ্রামে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে আসামিরা রশিদ এবং তার পরিবারের সদস্যদের ওপর কোদাল, লোহার রড, শাবল, ও লাঠি নিয়ে হামলা করে। হামলায় রশিদ গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একই বছরের ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দিলেন।