ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/21/jhalokathi-hospital.jpg)
ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার সংযোগের সময় নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগাতে যান জামাল মোল্লা। এসময় তাঁর সেফটি বেল্ট ছিঁড়ে যায়। গুরুতর আহত জামালকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। এতে অতিরক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।