ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বাড়ি ভাঙচুর, আহত ১০
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/08/jhinaidah-clash-news-pic.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেখরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও বর্তমান চেয়ারম্যান মফিজ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে মোতায়েন রয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।