ঝিনাইদহ সদর হাসপাতালে দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা দিল ‘বেকম্যানস’

করোনার হটস্পট হয়ে উঠেছে খুলনা বিভাগের ১০ জেলা। এর মধ্যে ঝিনাইদহ জেলা অন্যতম। সীমান্তবর্তী জেলা হওয়ায় দ্রুতগতিতে করোনার বিস্তার ও মৃত্যুহার বেড়ে চলেছে। এমন সংকটময় পরিস্থিতিতে ঝিনাইদহ জেলার মানুষের পাশে থাকতে ‘বেকম্যানস’ ঝিনাইদহ সদর হাসপাতালের জন্য খুচরা যন্ত্রাংশসহ দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা দিয়েছে।
‘বেকম্যানস’ আকিজ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
তারা বলেন, আকিজ গ্রুপ বরাবরই বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে থাকছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভূমিকার প্রশংসাও করেন তারা।
এ সময় আকিজ বেকার্স লিমিটেডের ঢাকার ডিভিশনাল সেলস ম্যানেজার মো. ইব্রাহীম, যাশোরের ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ ও সিনিয়র এক্সিকিউটিভ রাশেদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন। তারা করোনার সময়ে আকিজ বেকার্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠা বেকম্যানসের কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের পদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ঝিনাইদহ সদর হাসপাতালের জন্য দেওয়া দুটি হাইফ্লো নেজাল ক্যানোলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের হাতে তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের কর্মকর্তারা।