টুঙ্গিপাড়ায় সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ায় উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। ছবি : আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেড় হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে আজ বুধবার বেলা দেড়টার দিকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।