ডিএসসিসি এলাকায় ১১ হাটের জন্য মেডিকেল টিম গঠন

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় থাকা কোরবানির পশুর ১১টি হাটের জন্য ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৩২ জনের এ টিমের সদস্যদের সার্বিক তত্ত্বাবধান করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির।
ডিএসসিসির আওতাধীন উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন হাটে ভেটেরিনারি পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন শফিকুল ইসলাম, আব্দুল আজিজ ও কামরুল ইসলাম। ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন হাটে ভেটেরিনারি পরিদর্শক হিসেবে থাকবেন ফরিদ আহমেদ, মজনু মিয়া ও কাওসার সরদার।
পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন এলাকার হাটে শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও শাহাজাহান, মেরাদিয়া বাজার সংলগ্ন অস্থায়ী হাটে ফরিদ আহমেদ, ইসমাইল হোসেন ও নাজমুল আলম, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটের দায়িত্বে শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও ইউসুফ মিয়া থাকবেন।
দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গার অস্থায়ী হাটে ভেটেরিনারি পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন আনিসুজ্জামান খান, শমশের উদ্দীন ভূঁইয়া ও আকরাম হোসেন।
এ ছাড়া ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকার হাটে আকরাম হোসেন অপু, আনিসুজ্জামান ও বাচ্চু মিয়া, আমুলিয়া মডেল টাউন সংলগ্ন হাটে মমিনুল ইসলাম, রফিকুল ইসলাম ও শফিকুল এবং রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন হাটে ফরিদ আহমেদ, আমজাদ হোসেন ও কালাম মিয়া থাকবেন।
অন্যদিকে, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গার হাটে ভেটেরিনারি পরিদর্শক হিসেবে থাকবেন করিম মিয়া, মনিরুল ইসলাম ও ফরিদ আহমেদ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একমাত্র স্থায়ী পশুর হাট সরুলিয়া হাটে ভেটেরিনারি পরিদর্শকের দায়িত্ব পালন করবেন আনিসুজ্জামান খান ও আফজাল হোসেন।