তথ্যে গড়মিল, তৃতীয় শ্রেণির ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বরিশাল জিলা স্কুলসহ পাঁচ সরকারি বিদ্যালয়ে তথ্য গড়মিল করে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়ায় ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘তৃতীয় শ্রেণিতে ভর্তিতে একাধিক জন্মনিবন্ধন ব্যবহার করে বিভিন্ন সরকারি স্কুলে ভর্তি হওয়ায় প্রথম পর্যায়ে ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। একাধিক জন্মনিবন্ধন তৈরি করে একাধিক নাম ব্যবহার করে ভর্তিতে তথ্য গড়মিল করেছে তারা।’
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন, জিলা স্কুল থেকে ৫২ জন, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজনের ভর্তি বাতিল করা হয়েছে। এই বাতিল প্রক্রিয়া চলছে।’
এ বিষয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘তথ্য পরিবর্তন করে একাধিক ভর্তি আবেদন করায় ডিজিটাল লটারিতে সেই ভর্তিগুলো বাতিল করা হয়েছে।’