তিন শিশু রেললাইনে খেলছিল, বাঁচাতে গিয়ে যুবকসহ সবার মৃত্যু

ফাইল ছবি
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে কলেজ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার জনের মৃত্যু হয়।
নিহতেরা হলো—লীনা, মিনা, মোমিনুর রহমান এবং শামীম হোসেন। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। নিহত তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। তাদের বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়।
নীলফামারী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা রেল লাইন অবরোধ করলে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে ওই স্থানে রেলক্রসিং স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা।