দিনাজপুরে শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দাবি করেন, পারিবারিক কলহের জের ধরে আজ সকালে বৃষ্টি (২০) নামে ওই গৃহবধূ নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃষ্টি সদর উপজেলার শেখপুরা গ্রামের মো. জুয়েলের স্ত্রী। তাঁদের জান্নাতুন (৫) নামে একটি শিশুসন্তান রয়েছে। জুয়েল এলাকায় শাকসবজির ব্যবসা করেন।
সকালে গৃহবধূর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানাতে পারব। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃষ্টির স্বামী শাকসবজি বিক্রেতা জুয়েল বলেন, ‘আমি সকালে প্রতিদিনের মতো আমার দোকানে চলে যাই। পরে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’