দুই এসপিকে বদলি
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- রংপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলামকে পুলিশ অধিদপ্তর (টিআর পদে) ও রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।