পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬৪৪

ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৮৭ জন ও অন্যান্য ঘটনায় ৫৫৭ জন রয়েছেন।
বার্তায় আরও বলা হয়, অভিযানে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, দুটি রামদা, একটি স্টিলের পাইপ, এক রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলি এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।