দেশের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/21/jamalpur-murad.jpg)
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘দেশের শতভাগ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। সে লক্ষ্যে টিকা সংগ্রহ করছে সরকার। সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামে আজ রোববার সকালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ আরও বলেন, ‘অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এইচএসসি পরীক্ষার্থীরা টিকা নিচ্ছে। এক ঘণ্টায় এক হাজার জনকে টিকা দেওয়া হয়েছে।’
জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের প্রথম দিন সদর উপজেলার সরকারি আশেক মাহমুদ কলেজ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে চার হাজার এইচএসসি পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। সপ্তাহব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। পরের সপ্তাহে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রম উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ।