দেশের ৭০ ভাগ মানুষ এখনও ‘টু-জি’তেই রয়েছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা দেশের সবাইকে ফাইভ-জি তে নেওয়ার জন্য কাজ করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও টু-জি তেই রয়ে গেছে।’
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, ‘আমরা ফাইভ-জি নিয়ে কাজ করছি। এ সংক্রান্ত প্রকল্প অনুমোদনও হয়েছে। তবে বাস্তবতা হলো টু-জি বেশি মানুষ ব্যবহার করে। যারা লিখতে ও পড়তে পারেন না, তারা এর বেশি চায়ও না। দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও টু-জি তেই রয়েছে। আমাদের সমাজে অনেকেই আছেন, যাদের গড় আয় পাঁচ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় পাঁচ কোটি টাকা। তেমনি অনেকে টু-জি ব্যবহার করছেন। অনেকে আবার ব্যবহার করছেন ফাইভ-জি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কেউ কেউ মনে করেন- ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতিরই অংশ। আমাদেরকে কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে? ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর অনেক কিছু জয় করে নিয়েছে।’