দেশে এখন পাঁচ কোটি বেকার : মুজিবুল হক চুন্নু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/06/16/jaatiiyy-paarttir-mhaascib-mujibul-hk-cunnu_0.jpg)
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, দুই দলের লুটপাট, চাঁদাবাজি, দলীয় তন্ত্র, দুর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। ক্রমাগত বেকার সমস্যা বেড়ে যাচ্ছে। দেশে এখন পাঁচ কোটি বেকার। বিগত দুই দলের সরকারই বেকারদের নিয়ে কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি এই পাঁচ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় হকার্স পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাপা সাধারণ সম্পাদক আরও বলেন, মহামারি, অস্থির বৈশ্বিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে। দুই দলই মানুষের জীবন-মান উন্নয়নে ব্যর্থ হয়েছে। একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ আজ দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকমণ্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য সমরেশ মণ্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, পার্টির সদস্য কাজী মামুন, রাকিন আহমেদ, জহিরুল ইসলাম মিন্টু, হকার্স পার্টির মধ্যে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, সাজেদুল ইসলাম লিটন, আলমগীর হোসেন, হারুন হাওলাদার প্রমুখ।