দেশ টিভির এমডি হলেন আরিফ হাসান

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আরিফ হাসান। তিনি অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স—অ্যাটকোর নবনির্বাচিত কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার দেশ টিভির পরিচালনা বোর্ডের এক সভায় আরিফ হাসান এই দায়িত্ব পান।
আরিফ হাসান এক প্রতিক্রিয়ায় আজ সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি দীর্ঘ ১২ বছর ধরে এ প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন ব্যবস্থাপনা পরিচালক হলাম। আগামী দিনে ভালো খবর নিয়ে দেশ টিভি সামনে আসছে। দর্শকদের ভালো অনুষ্ঠান উপহার দেব। সেই লক্ষ্যেই আমরা কাজ চালিয়ে যাব।’
দেশ টিভি ও নিজের পক্ষ থেকে দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আরিফ হাসান।
দেশ টিভির শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হাসান। তিনি রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ছিলেন। বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পরে যুগ্ম সচিব হিসেবে অবসরে যান।
বাবার চাকরির সুবাদের দেশের ১৭টি জেলায় বসবাস করেছে আরিফ হাসানের পরিবার। ফলে সেসব জায়গায় তাঁকে পড়াশোনা করতে হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করেছিল দেশটিভি। চ্যানেলটি মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িক আর সম্প্রীতির মর্মবাণী তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে দেশের দর্শকদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরার পাশাপাশি বিশ্বের কাছে তুলে ধরেছে ইতিবাচকভাবে।