দেশ টিভির নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/26/desh-tv.jpg)
দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভি নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে লোগোর উন্মোচন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২০০৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করা দেশ টিভি জনপ্রিয় অনুষ্ঠানের সাথে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় একইভাবে সংবাদ প্রচারেও আরও গঠনমূলক ভূমিকা রাখতে চায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুধীজনদের সংবর্ধনা প্রদান করবে।