দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে হবিগঞ্জের জেলা প্রশাসকের

হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনা আক্রান্ত হওয়ার চার দিনের মাথায় তাঁর দ্বিতীয় রিপোর্টে নেগেটিভ এসেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলেছুর রহমান উজ্জল বলেন, ‘স্বাস্থ্য বিভাগের গাইডলাইন অনুযায়ী আগামী রোববার কিংবা সোমবার জেলা প্রশাসকের আরেক দফা স্যাম্পল পাঠানো হবে। ওই রিপোর্টেও যদি নেগেটিভ আসে তাহলে তাঁকে পুরোপুরি সুস্থ ঘোষণা করা হবে।’
বর্তমানে জেলা প্রশাসক নিজের সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এর আগে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তাঁরা সবাই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।