নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে তরুণ নিখোঁজ, আটক ২
গাজীপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ওই তরুণের সন্ধান মিলেনি।
আটককৃতরা হলেন কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্তী এলাকার সাজেদ মিয়া (১৬) ও একই ইউনিয়নের মধ্য ভাদার্তী এলাকার সাইদুল ইসলাম শান্ত (২১)।
জানা গেছে, নিখোঁজ ওই তরুণের নাম রাব্বি হাসান (১৮)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টিউরী এলাকার খোকন মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গতকাল মঙ্গলবার রাতে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় ওই বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে হট্টোগোল শুনতে পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যায়। পুলিশ দেখে কার্গোতে থাকা ১৫ থেকে ১৬ জন যুবক ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাব্বিসহ তিন-চারজন নদীতে ঝাঁপ দেন।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনের দায়ে দুজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
পুলিশ থানায় আসার পর জানতে পায় ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন রাব্বি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে তল্লাশি চালালেও আজ সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিখোঁজ রাব্বির ফুফাতো বোন ফারহানা মিলিসহ স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে কয়েক বন্ধুর সঙ্গে রাব্বি স্থানীয় বঙ্গবন্ধু বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পুলিশ সেখানে গেলে রাব্বি ও তার বন্ধুরা ভয় পেয়ে যায়। তারা পুলিশ দেখে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। এ সময় রাব্বিসহ কয়েকজন নদীতে ঝাঁপ দেন। এর পরই তিনি নিখোঁজ হন। আজ সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মিলেনি।